আজ রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভ্রাম্যমান আদালতের অভিযান, ২ প্রবাসী কোয়ারেন্টাইনে

সংবাদচর্চা রিপোর্ট:

করোনা ভাইরাস ইস্যুতে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জে ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে । সোমবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয় জেলা জুড়ে। অভিযানে মোট ১৪ টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে  ২লাখ  ২৪ হাজার টাকা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন, মোঃ গোলাম মাসুম প্রধান, কাবেরী রায়, নাছরীন আক্তার ।

এছাড়াও বৃষ্টি ও বাদল নামে ০২ জন ইউরোপিয়ান প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে । দুইটি কোচিং সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ করা হয়েছে  চাষাড়ায় ১টি ওরশ ।

জেলা প্রশাসন জানিয়েছে  ২ জন বিদেশ ফেরত প্রবাসীদের বাসায় গিয়ে দেখা যায় তারা হোম কোয়ারেন্টাইন মেনে চলছেন। বিদেশ থেকে আগত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে না থাকার কারণে জরিমানা করা হয়। দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করায় অর্থদন্ড করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিদেশ প্রত্যাগত ব্যক্তিদের বাড়ী বাড়ী গিয়ে করোনা ভাইরাসের ভয়াবহতা এবং সংশ্লিষ্ট বিষয়ে আইন ভঙ্গের শাস্তি সম্পর্কে অবহিত করা হয়।