আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না’গঞ্জে প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা

ভ্রাম্যমান আদালত

ভ্রাম্যমান আদালত

 

নিজস্ব প্রতিবেদক:
শহরে যানজট নিরসনে সড়ক দুর্ঘটনা রোধ ও জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে মটরযান অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
সোমবার (২৩ এপ্রিল) সকাল হতে দিনব্যাপী শহরের চাষাড়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিফাত ফেরদৌস, নারায়ণগঞ্জ সদর এসিল্যান্ড প্রত্যয় হাসান, জেলা বিআরটিএর মটরযান পরিদর্শন মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে অনুমোদনহীন, রেজিষ্ট্রেশনবিহীন, ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সবিহীন চালক ও বেপরোয়া গাড়ীচালনা প্রতিরোধে এবং মোটরযানসমূহে বীমা সংক্রান্ত বিধান লঙ্ঘনের অপরাধে মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় বাস, ট্রাক, প্রাইভেট কার মিনিবাস সহ রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল চালকের, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, ইন্সুরেন্স, হেমলেট ইত্যাদি অপরাধের মামলায় জরিমানা আদায় করা হয়। গাড়ী চালনার সময় প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রযোজ্য আইন মেনে চলার জন্য উদ্বুদ্ধ করা হয়।