আজ সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলায় বিতরণের জন্য প্রস্তুত নতুন গ্যাস ক্ষেত্র

ভোলায় বিতরণের জন্য প্রস্তুত

ভোলায় বিতরণের জন্য প্রস্তুত নতুন গ্যাস ক্ষেত্রভোলায় বিতরণের জন্য প্রস্তুত

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: বিতরনের জন্য প্রস্তুত ভোলার নতুন গ্যাস ক্ষেত্র ভোলা নর্থ-১ এর গ্যাস। ভোলা নর্থ-১ এর পরিক্ষামুলক উত্তোলন  বুধবার রাতে শুরু হয়ে  বৃহস্পতিবার শেষ হয় । মোট গ্যাস উত্তোলন করা হয় ৯ দশমিক ৭ এমএমসিএফ ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের ২৭তম গ্যাস ক্ষেত্র এটি। গত মাসের ২৭ তারিখে কুপ খনন শেষ হয় এবং ৩ হাজার ৪শ মিটার গভীর থেকে গ্যাস বের করা হয়। গত ১৮দিন মজুদ নির্নয়ের জন্য ডিএসটি-১ ও ডিএসটি-২ পরীক্ষা সম্পন্ন করা হয়।

প্রাথমিক ভাবে এর মজুদের পরিমান ধরা হয়েছে ৬০০ বিলিয়ন ঘনফুট। এখন থেকে ভোলা নর্থ-১ এর গ্যাস বিতরনের জন্য প্রস্তুত বলে জানান প্রকল্প পরিচালক।

স্পন্সরেড আর্টিকেলঃ