ভোলায় বিতরণের জন্য প্রস্তুত নতুন গ্যাস ক্ষেত্র
জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: বিতরনের জন্য প্রস্তুত ভোলার নতুন গ্যাস ক্ষেত্র ভোলা নর্থ-১ এর গ্যাস। ভোলা নর্থ-১ এর পরিক্ষামুলক উত্তোলন বুধবার রাতে শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হয় । মোট গ্যাস উত্তোলন করা হয় ৯ দশমিক ৭ এমএমসিএফ ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের ২৭তম গ্যাস ক্ষেত্র এটি। গত মাসের ২৭ তারিখে কুপ খনন শেষ হয় এবং ৩ হাজার ৪শ মিটার গভীর থেকে গ্যাস বের করা হয়। গত ১৮দিন মজুদ নির্নয়ের জন্য ডিএসটি-১ ও ডিএসটি-২ পরীক্ষা সম্পন্ন করা হয়।
প্রাথমিক ভাবে এর মজুদের পরিমান ধরা হয়েছে ৬০০ বিলিয়ন ঘনফুট। এখন থেকে ভোলা নর্থ-১ এর গ্যাস বিতরনের জন্য প্রস্তুত বলে জানান প্রকল্প পরিচালক।