আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোলায় নির্মান হচ্ছে নতুন ৯৬টি স্কুল কাম সাইক্লোন সেল্টার

ভোলায় নির্মান হচ্ছে নতুন

ভোলায় নির্মান হচ্ছে নতুন ৯৬টি স্কুল কাম সাইক্লোন সেল্টারভোলায় নির্মান হচ্ছে নতুন

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা

দ্বীপ জেলা ভোলার সাত উপজেলায় ”বহুমুখি দূযোগ আশ্রয়ন প্রকল্প” স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধিনে নির্মিত হচ্ছে ৯৬টি স্কুল কাম সাইক্লোন সেল্টার।

আগামী ২ বছরের মধ্যে এসব কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে। প্রায় ২ হাজার মানুষের ধারন ক্ষমতা সম্পন্ন নিচ তলা ফাঁকা রেখে ৩য় তলা পর্যন্ত করার কথা এই সব সাইক্লোন সেল্টার গুলো।

এলজিইডি নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন জানান, ভোলা জেলা উপকুলীয় জেলা হওয়াতে সাইক্লোন সেল্টার অতি গুরুত্বপুর্ন। ৯৬টি সাইক্লোন সেল্টার নির্মানের সকল প্রক্রিয়া সম্পন্ন করে টেন্ডারের অপেক্ষায় রয়েছে। প্রতিটি সাইক্লোন সেল্টারের নির্ধারিত ব্যায় ধরা হয়েছে ৫ কোটি টাকা।

তিনি আরও বলেন, দূযোগের সময় এ সব আশ্রয়ন প্রকল্প সাধারন মানুষের একমাত্র আশ্রয়স্থল হয়ে উঠবে। সাইক্লোন সেল্টার নির্মানের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা দূযোগের আতংক থেকে মুক্তি পাবে। প্রতিটি কেন্দ্র বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার হিসাবে ব্যাবহার হবে।

জেলা ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসুচি’র উপ-পরিচালক মো: শাহাবুদ্দিন মিয়া জানান, এসব সাইক্লোন সেল্টারে জলোচ্ছ্বাসের সময় যাতে বন্যার পানি সরে যেতে পারে সে জন্য নিচ তলা ফাঁকা রাখা হয়েছে। সেখানে রয়েছে অসুস্থ্য রোগীকে দো’তলায় নিয়ে যাওয়ার ব্যবস্থা। রয়েছে গরু, ছাগল, মহিষ, বিশুদ্ধ খাবার পানিসহ সব ধরনের ব্যাবস্থা। বর্তমানে ভোলা জেলায় ছোট বড় মিলে মোট চার শতাদিক সাইক্লোন সেল্টার রয়েছে। এসব কেন্দ্রে দুযোগ মুহুর্তে চার লাক্ষেরও বেশী মানুষ আশ্রয় নিতে পারবে।

তিনি আরও বলেন, ভোলা জেলা উপকুলীয় জেলা হওয়াতে চরাঞ্চলগুলোতে আরো সাইক্লোন সেল্টারের প্রয়োজন রয়েছে। এসব সাইক্লোন সেল্টারের মাধ্যমে দুযোগের ঝুঁকি মোকাবেলায় অনেকটা কাজে দেবে।