ভোলায় রিক্সা চালকের মরদেহ উদ্ধার
জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা প্রতিনিধি: ভোলা নবীপুর এলাকার পুকুর পাড় থেকে এক বৃদ্ধ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টায় ভোলা সদর উপজেলার ৬নং ধনিয়া ইউনিয়নের নবীপুর এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।
নিহত আবু ছাইদ(৬০) ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড তুলাতুলি গ্রামের স্থানীয় বাসিন্দা। সে পেশায় একজন অটো রিক্সা চালক বলে জানা গেছে।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: ছগির মিয়া জানান, সকাল ১০টার সময় লাশটি দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনা স্থালে গিয়ে নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। তবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু তা ময়না তদন্ত শেষ হলে বুঝা যাবে। এই ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা হয় নাই, মামলা হলে পরবর্তী আইনগত ব্যাবস্থা নেওয়া হরে।