ভোলা-বরিশাল সেতু নির্মানের ঘোষণা দেওয়ায়, আ.লীগের আনন্দ মিছিল
জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা প্রতিনিধি: দেশের ব-দ্বীপ ভোলাকে সড়ক পথে সারা বাংলাদেশের সাথে সংযুক্ত করতে ভোলা-বরিশাল সেতু নির্মানের ঘোষণা দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভোলা জেলা আওয়ামীলীগ আনন্দ মিছিল বের করে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলা স্কুল সংলগ্ন ভোলা জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে আওয়ামী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এ আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।
আনন্দ মিছিলে অংশ গ্রহনকারী হাজারো মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফল বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদকে শুভেচ্ছা জানান।
মিছিলে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়ির সহ সভাপতি দোস্ত মাহমুদ, ভোলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, জেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রিয়াজ মাহমুদ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব আওয়ামীলীগের কার্যালয়ের সামনে সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষন দেন।