নিজস্ব প্রতিবেদক:
আইভীকে ঠেকাতে লড়ছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এড. তৈমূর আলম খন্দকার। আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তিনি মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সাবেক এমপি এসএম আকরাম থেকে শুরু করে বিভিন্ন দলের নেতৃবৃন্দ তাকে সমর্থন করছে। তাতে কিছুটা টেনশনে আইভী শিবির। তারা ক্ষমতা ধরে রাখার জন্য নানা চেষ্টা করছে। দলীয় সুত্রের খবর বিএনপির কেন্দ্রীয় নেতারাও তাকে সাপোর্ট করছে। নেতাদের আরও সমর্থন আদায়ের জন্য তার চেষ্টা অব্যাহত আছে। এবার মেয়র পদে লড়ছেন ৬ জন। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। প্রতীক বরাদ্দের আগেই জমে উঠছে প্রচারণা। প্রত্যেকটা ভোটারের দ্বারে দ্বারে তিনি যাওয়ার চেষ্টা করছেন। সাড়াও পাচ্ছেন ভালো। প্রচারে গিয়ে এখন পর্যন্ত তিনি বাধার মুখে পড়েননি। শেষ পর্যন্ত এই অবস্থা থাকবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।
গত ২২ ডিসেম্বর সকালে তিনি নগরের সেন্ট্রাল খেয়া ঘাটে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় চমৎকার একটি দৃশ্য লক্ষ্য করা যায়। একই সময়, একই জায়গায় তৈমূরের পাশাপাশি ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা মো. মাসুম বিল্লাহ হাতপাখার গণসংযোগ করেন। এসময় তারা কুশল বিনিময় করেন।
উল্লেখ্য আগামী ১৬ জানুয়ারি ইভিএম পদ্ধতিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোট গ্রহণ।