নবকুমার:
তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী বলেছেন , বিএনপি জামায়াত স্বাধীনতা বিরোধী শক্তি সবসময় ভোট জালিয়াতির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে চেয়েছে । ২০০৭ সালের ২২ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াত ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার করেছিলো। তাদের সেই ভোট জালিয়াতির দিন এখন শেষ । আর কেউ ভুয়া ভোটার করে রাষ্ট্রক্ষমতায় যেতে পারবে না।
তিনি বলেন, কেউ জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলার জনগণকে উন্নতমানের জতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড দিয়েছে। এটা নাগরিকদের অমূল্য সম্পদ। সঠিক জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে বর্তমান সরকারের আমলে সকল নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কোনো জালভোটা নেই।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে রূপগঞ্জ উপজেলার রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে তারাব পৌরসভার নাগরিকদের স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, স্মার্টকার্ডের মাধ্যমে জঙ্গি সন্ত্রাসী কর্মকান্ড হ্রাস পাচ্ছে । প্রতারণা কমছে। নাগরিক সুবিধা নিশ্চিত হয়েছে। স্বল্প সময়ের মধ্যে জনগণের মাঝে স্মাটকার্ড পৌছে দেয়াটা আওয়ামী লীগ সরকারের বড় সফলতা। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গর্বিত।
এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর রফিকুল ইসলাম মনির সহ অনেকে।
এছাড়া স্মার্টকার্ডের অপব্যবহার রোধে তারাব পৌরসভার সবাই সতর্ক থাকার আহবান জানিয়েছেন মেয়র হাছিনা গাজী ।