আজ রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভেজাল প্রতিরোধ কমিটির শুভেচ্ছা বিনিময়

নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলমের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি।

শনিবার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপার জায়েদুল আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি।পুলিশ সুপারের সাথে মত বিনিময়কালে তিনি বলেন, সন্ত্রাস, মাদক, ভুমিদস্যু ও সকল দুর্নীতি প্রতিরোধে আমরা সবাই একসাথে কাজ করব। ভেজাল ও দুর্নীতি মুক্ত নারায়ণগঞ্জ গড়ার লক্ষে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনকে তিনি অতপ্রতভাবে কাজ করার আহ্বান জানান এবং পুলিশ সুপার আইনত সকল প্রকার সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি-সুলতান মাহমুদ, সহ-সভাপতি-নুর আলম আকন্দ, সাধারন সম্পাদক-মোঃ ইকবাল হোসাইন শেখ, সহঃসাংগঠনিক সম্পাদক-মোঃস্বপন ভূঁইয়া, দপ্তর সম্পাদক-মোঃ আশিকুজ্জামান, কার্যকরী সদস্য-মুজিবুর রহমান, মোঃ হোসেন মিয়া, মোঃইসমাইল হোসেন কাজল, সদস্য-এখলাছ মুন্সী।