রূপগঞ্জ প্রতিনিধি:
আসন্ন রমজানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌর এলাকার খাদ্য দ্রব্য উৎপাদন, আমদানী-রপ্তানী প্রতিষ্ঠানের মালিক পক্ষের প্রতিনিধি ও হোটেল-রেস্তুরার মালিকদের নিয়ে ভেজাল খাদ্য রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় পৌরসভার সভাকক্ষে পৌর এলাকার প্রায় ৮টি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রায় ৯০টি হোটেল রেস্তুরার মালিক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তারাব পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল মতিন এর সঞ্চালনায় তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ এডিব অয়েল মিলস এর প্রতিনিধি ইমতিয়াজ মাসুদ, টিকে গ্রুপ অফ ইন্ড্রাটিজের প্রতিনিধি জি,এম, মেজবাহ উদ্দিন, ফুলকলি সুইটস এর প্রতিনিধি জয়নাল আবেদীন, সিটি গ্রুপ অয়েল মিলস এর প্রতিনিধি, নিউ তাজ মহল বেকারীর মালিক জাহাঙ্গীর আলম, আলমস ক্যাসেলস এর মালিক আবুবক্কর সিদ্দিক, ছমির মুন্সি হোটেলের মালিক আব্দুল কায়ূম।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, তারাব পৌর সচিব তাজুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মাওলানা সামসুদ্দিন, মিড গ্লোব চাইনিজ রেস্টুরেন্ট এর প্রতিনিধি শফিক, হাজী বেকারীর মালিক বাচ্চু মিয়া, কষাই খানা পরিদর্শক নূর এ আলম ফরহাদ, জিটিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান হান্নান প্রমূখ।