সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রিরচর ঘাটের অটোস্ট্যান্ডে ভেঙ্গে পড়ে আছে বিদ্যুতিক খুঁটি। যেকোনো সময় পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। গত বৃস্পতিবার মধ্যরাতের বৃষ্টিতেই খুটিটি মাটি থেকে উপরে পড়ে আছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার ডিক্রিরচর শহরমুখী ঘাটে মসজিদের পাশে ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। ওই খুঁটিতে ২২০ ভোল্টের ড্রপ লাইন রয়েছে। সম্প্রতি টানা বর্ষণে বৈদ্যুতিক খুঁটিটি ভেঙে পড়ে।
শীতলক্ষ্যা এনওসিএস সাব স্টেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রুহুল আমিন ফকির জানান, এ বিষয়ে আমি জানতাম না। আমি মাত্রই জানলাম। অবশ্যই আমি খোঁজ ব্যবস্থা গ্রহন করবো।