সংবাদচর্চা রিপোর্ট:
করোনাভাইরাস মোকাবেলায় রূপগঞ্জ উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজের দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা’র নির্দেশনায় সোমবার সকালে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন, উপজেলা মহিলা লীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল, হাজী মনির হোসেন, শামীমা সুলতানা উমা, মনিরা বেগমসহ অনেকে।