আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুক্তি ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

ভুল চিকিৎসায় শিশু মৃত্যু

ভুল চিকিৎসায় শিশু মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের কয়েক দিন পর পরই অভিযোগ পাওয়অ যায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। তারই ধারাবাহিকতায় বেসরকারী ক্লিনিক মুক্তি জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় ১১ বছরের এক শিশু মৃত্যুর অভিযোগ করে ক্লিনিকের ম্যানেজারকে মারধর করেছে রোগীর স্বজনরা।
শনিবার (১২ মে) সন্ধ্যায় নগরীর চাষাড়ায় অবস্থিত ক্লিনিকটিতে এ ঘটনা ঘটে।
নিহত নুসরাত আকতার নীরার চাচা রুবেল জানান, নারায়ণগঞ্জের বন্দর থানাধীন লাঙ্গলবন্দ এলাকার নুরে আলমের ১১ বছরের মেয়ে নুসরাত আকতার নীরাকে নাকের পলিপাস অপারেশন করানোর জন্য শনিবার সকাল এগারোটায় শহরের বিবি রোডে অবস্থিত মুক্তি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। ডা: আহম্মেদ তারেক এ অপারেশন করবেন বলে জানা গেছে। অপারেশনের কথা ছিলো বিকেল সাড়ে চারটায়। বিকেল পাঁচটার দিকে নীরাকে অপারেশন থিয়েটারে নিয়ে অবশ করার ইঞ্জেকশান দেওয়া হয়। এরপর রোগীর অবস্থার অবনতি ঘটলে ক্লিনিক কর্তৃপক্ষ নীরাকে দ্রুত ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যেতে বলেন। নীরার কাছে গিয়ে দেখা যায় নীরা ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে। ক্লিনিকের লোকজন ভুল চিকিৎসায় নীরাকে মেরে ফেলেছে।
এদিকে নীরা মারা যাবার খবরে ক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকের ম্যানেজারকে মারধর করে। তারা নীরা হত্যার বিচার দাবী করে। ঘটনাস্থলে ক্লিনিকের মালিক পক্ষ বা যে ডাক্তার অপারেশন করার কথা সে আহম্মেদ তরিককে পাওয়া যায়নি।
ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, মুক্তি ক্লিনিকে একটি মেয়ে মারা গেছে, তবে ভুল চিকিৎসায় মারা গেছে কিনা তা বলতে পারবো না। আমি ঘটনাস্থলে এসেছি কিন্তু কাউকেই এখনও পাইনি। ডাক্তারের সাথে কথা বললে পুরো বিষয়টি বোঝা যাবে।

সর্বশেষ সংবাদ