সংবাদচর্চা রিপোর্ট: চীনা স্মার্টফোন প্রস্তুতকারক ভিভো কোম্পানির একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। শনিবার ( ২৬ সেপ্টেম্বর) সকালে রূপসী গাজী ভবনে মন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাত করেন । এসময় উপস্থিত ছিলেন, ম্যানেজিং ডিরেক্টর এলেন ডেং, হেড অফ প্রোডাকশন লিইয়াং, ম্যানেজার লিগেল মেহেদি হাসান রাসেল, ম্যানেজার ফাইনান্স অফ এন্ড লজিস্টিক্স ইমাম উদ্দিন, এডমিন ম্যানেজার মাহাবুবা রহমান দিনা, পিয়ার ম্যানেজার মিনহাজ, এইচ আর ম্যানেজার অভিজিৎ মজুমদার, এক্সিকিউটিভ ফাইনান্স অফ এন্ড লজিস্টিক্স মো: সাদমান আমিন, এক্সিকিউটিভ ফাইনান্স অফ এন্ড লজিস্টিক্স শিমু আক্তার। পরে তারা মন্ত্রীকে ভিভো কোম্পানির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কোষাবো এলাকায় ভিভো মোবাইল কোম্পানির শাখা রয়েছে।