আজ শনিবার, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভিক্টোরিয়ায় অক্সিজেন ট্যাংক

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে রোগীদের জন্য সেন্টাল অক্সিজেন সাপ্লাই ট্যাংক নির্মাণ করা হচ্ছে। এর ফলে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডের বেডগুলোতে থাকবে অক্সিজেন ব্যবস্থা। দ্রুত সময়ের মধ্যে এই ট্যাংক নির্মাণের কাজ শেষ হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

জানা গেছে, হাসপাতালে ভর্তিকৃত রোগীর জন্য সিলিন্ডারে করে অক্সিজেন ব্যবহার করতে হয়। যা অনেক সময় বাইরে থেকে কিনে এসে রোগিকে দিতে হয়। সিলিন্ডার অক্সিজেন না থাকায় অনেক সময় রোগীর চিকিৎসায় ব্যাঘাত ঘটে। এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সেন্টাল অক্সিজেন ট্যাংক নির্মাণের সিদ্ধান্ত নেন।

এ প্রসঙ্গে জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আসাদুজ্জামান জানান, হাসপাতালের পেছনের একটি অংশে সেন্টাল অক্সিজেন ট্যাংক নির্মাণ করা হচ্ছে। এতে বাইরে থেকে আর সিলিন্ডার আনতে হবে না। বেডে বেডে থাকবে অক্সিজেন ব্যবস্থা। পাশাপাশি মেশিন বসানোর কার্যক্রম চলছে বলে জানান তিনি।