আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতে তেল প্ল্যান্টে আগুন ,নিহত ৭

ভারতের মুম্বাইয়ের কাছে উরানে সরকারি তেল সংস্থা ওএনজিসির একটি তেল ও গ্যাস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গলবার সকাল ৭টা টার দিকে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। প্ল্যান্টের ভেতরেই আটকে পড়েন অনেক কর্মী। খবর এনডিটিভির। নিহতদের মধ্যে পাঁচজন ওএনজিসির কর্মী ও দুইজন দমকলকর্মী।

আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ২২টি ইঞ্জিন এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম। আগুন নেভানোর পাশাপাশি আটকে পড়া কর্মীদের উদ্ধারের চেষ্টা চালায় তারা। প্রায় ঘণ্টা দুয়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ওএনজিসি জানিয়েছে, মুম্বাই থেকে ৪৫ কিলোমিটার দূরে উরানে তেল ও গ্যাস প্রক্রিয়াজাতকরণের প্ল্যান্টে আগুন লাগে। তবে এতে তেল শোধনের কাজে কোনো প্রভাব পড়েনি।

এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্ল্যান্টের এক কিলোমিটার এলাকা সিল করে দিয়েছে পুলিশ।