আজ শনিবার, ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতকে বিভক্ত করছেন মোদি-অমিত: রাহুল গান্ধী

কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতকে বিভক্ত করছেন। রোববার ভারতের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে এক টুইট বার্তায় তিনি এ অভিযোগ করেন।

নিজের ওই টুইট বার্তায় তিনি লিখেন, প্রিয় ভারতীয় তরুণরা, মোদি এবং অমিত শাহ ইতোমধ্যে তোমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে। কর্মসংস্থানের অভাবের কারণে তোমাদের ক্ষোভ এবং দেশের অর্থনৈতিক অবস্থার যে ক্ষতি তারা করেছে, এর জন্য তারা কখনই তোমাদের সামনে আসতে পারবে না। তাই তারা ঘৃণার পেছনে মুখ লুকিয়ে আমাদের বিভক্ত করতে চাইছে। রাহুল গান্ধী আরও লিখেন, এখন তাদের হারানোর একমাত্র উপায়, প্রত্যেক ভারতীয়র মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেয়া।

এদিকে আজ নাগরিকত্ব আইন সংশোধনের দাবিতে সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস পার্টি ও তাদের মিত্ররা নয়াদিল্লিতে ধর্নায় বসছে। এর আগে নাগরিকত্ব আইনে বিরুদ্ধে চলমান আন্দোলনকে প্রতিহত করতে কর্তৃপক্ষের ‘বর্বর ও হিংস্র’ আচরণের জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। পাশাপাশি এই দিনকে তিনি ‘গণতন্ত্রের কালো দিন’ বলেও উল্লেখ করেন।