আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ভান্ডারিয়া ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু

এস.ডি রিপন মাহমুদ, (পিরোজপুর) : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ইজিবাইকের চাপায় মঙ্গলিকা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকালে ভান্ডারিয়া-চরখালী সড়কের নদমুলা কিন্ডার গার্টেনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মঙ্গলিকা নদমুলা গ্রামের পিন্টু এদবরের মেয়ে এবং নদমুলা প্রি ক্যাডেটের প্রথম শ্রেণির ছাত্রী।

ভান্ডারিয়া থানার সহকারী উপপরিদর্শক মো. হাসান জানান, রোববার সকাল ১০টার দিকে মঙ্গলিকা এদবর বিদ্যালয়ের সামনের সড়ক পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।