নিজেস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বাংলাদেশ স্বাধীনতা করতে নির্যাতন জেল খাটতে হয়েছে। স্বাধীনতা পর দুস্কৃতিকারীদের হাতে রক্ত দিতে হয়েছিল পরিবার সহ তাকে। ৪ নেতাকে হত্যা করেছে কারাগারে রেখে। সেই বাংলাদেশের স্বাধীনতার প্রতীক আওয়ামীলীগের দখলে পায়তারা করে যাচ্ছে অনেকে। এগুলোকে বাদ দিয়ে আগামীতে বঙ্গবন্ধুর আওয়ামীলীগ করুন। ভাই বোনের রাজনীতি বাদ দিন। আগামী নির্বাচনে আওয়ামমীলীগকে পুনরায় জয়ী করতে, সরকারেরর অবদানের কথা তুলে ধরুন।
শুক্রবার ৩ নভেম্বর বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ জেলা মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে ৪ নেতা হত্যা দিবস উপলক্ষে নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় আরো বক্তব্য রাখেন মহানগরের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক আহসান হাবিব, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল ও সদস্য শাখাওয়াত হোসেন সুমন প্রমুখ।