আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে

ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে

ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে

সংবাদচর্চা ডটকম:

রাশিয়া বিশ্বকাপের পর্দা উঠবে কয়েকদিন পরেই । এর আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে ফ্রেন্ডলি ম্যাচ। আর্জেন্টিনার বিপক্ষে নেইমারকে ছাড়াই খেলবে ব্রাজিল। আগামী ৯ জুন মেলবোর্নে ম্যাচটি হবে। আর ১৩ জুন একই ম্যাঠে পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে নেইমার সতীর্থরা। এই দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল।

এক নজরে আসন্ন ম্যাচে ব্রাজিলের ২৫ সদস্যের দল

গোলরক্ষক : এডারসন, আলসন, নেতো।

ফুলব্যাক : দানি আলভেজ, ফিলিপ লুইস, মার্সেলো ও ফাগনার।

রক্ষণভাগ : রদ্রিগো কাইয়ো, পেদ্রো জেরোমেল, মারকুইনহোস, মিরান্দা ও থিয়াগো সিলভা।

মিডফিল্ডার : কুতিনহো, ফার্নান্দিনহো, কাসেমিরো, ফ্রেড, পাওলিনহো, রেনেত্তো আগুস্তো, অ্যান্ডারসন তালিস্কা ও উইলিয়ান।

ফরোয়ার্ড : রবার্তো ফিরমিনো, ডগলাস কস্তা, গ্যাব্রিয়েল জেসুস, টাইসন ও উইলিয়ান জোসে।

এই দুই ম্যাচে চোটের জন্য ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারবেন না দলের সেরা তারকা নেইমার।

পিএসজির হয়ে মার্সেইয়ের বিপক্ষে খেলতে গিয়ে গোড়ালিতে চোট পান নেইমার। পায়ের পঞ্চম আঙুলের মেটা টারসাল ভেঙে গেলে হত ৩ মার্চ তাকে অস্ত্রোপচার করা হয়। পুরোপুরি সেরে উঠতে তার আড়াই থেকে তিন মাসের মত সময় লাগবে।