আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্যবসায়ী সেলিমের হত্যাকারী ফয়সাল কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

ঝুট ব্যবসায়ী কামরুজ্জামান সেলিম চৌধুরীকে পাওনা দুই লাখ টাকা আত্মসাতের জন্যই পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করে মাটি খুঁড়ে চাপা দেওয়া হয় লাশ। লাশ মাটি চাপা দেওয়া ওই স্থানেই চৌকি পেতে রাত্রিযাপন করেছে ঘাতক ফয়সাল।
শুক্রবার (১২ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. কাউসার আলমের আদালতে হত্যাকান্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে গ্রেফতারকৃত ফয়সাল।

কামরুজ্জামান সেলিমের বাড়ি ফতুল্লার বক্তাবলী কানাইনগর এলাকায়। সে মৃত সামছুল হুদা চৌধুরীর ছেলে। ব্যবসায়ীক সুবিধার্থে সে পরিবার নিয়ে একই থানাধীন শিবু মার্কেট এলাকায় বসবাস করতেন।