আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যবসায়ী শরিফ হত্যার মূল আসামী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি:

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে চাঞ্চল্যকর ব্যবসায়ী শরিফ হত্যার মূল আসামীসহ গ্রেফতার ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ । বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল)  ভোরে ফতুল্লা মডেল থানাধীন তক্বার মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পশ্চিম দেওভোগ (আদর্শনগর) এলাকার বাদশাহ মিয়ার ছেলে লিমন @ রিমন (২০),পশ্চিম দেওভোগ (আদর্শনগর) আনোয়ার মিয়ার ছেলে সম্রাট।

গ্রেফতারের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন লেঃ কর্ণেল ( অধিনায়ক) ইমরান উল্লাহ সরকার। তিনি জানান, আসামী লিমন @ রিমন (২০) এবং সম্রাট (২২)সহ অন্যান্য সহযোগীরা গত ০১ এপ্রিল  সকাল ১০.৩০ টায় ফতুল্লা মডেল থানাধীন পশ্চিম দেওভোগ আদর্শনগরস্থ আল আফাসা জামে মসজিদের দক্ষিণে শ্যামলের গ্যারেজের গেইটের সামনে ব্যবসায়ী মোঃ শরিফ (২৭)কে পূর্ব শত্র“তার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে হাতে চাপাতি, লাঠি-সোটা ও চাকুসহ ব্যবসায়ী শরিফকে আক্রমণ করে নির্দয়ভাবে মারপিঠ করে এবং আসামীদের হাতে থাকা ধারালো চাকু দিয়া শরিফ এর বুকের মাঝখানে আঘাত করে গুরুতর জখম করে। ভিকটিম মোঃ শরিফ এর চিৎকারে তার পিতা মোঃ আলাল মাতবর সহ আশপাশের লোকজন দৌড়ে এসে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া), নারায়ণগঞ্জে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফকে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনা সংক্রান্তে ভিকটিম মোঃ শরিফের পিতা মোঃ আলাল মাতবর নিজে বাদী হইয়া ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে র‌্যাব-১১ এর একটি চৌকষ আভিযানিক দল হত্যা মামলার আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান শুরু করে ও নারায়ণগঞ্জে বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে। সর্বশেষ ১৬ এপ্রিল  ভোর ৪ টায়  ফতুল্লা মডেল থানাধীন তক্কার মাঠ এলাকা থেকে চাঞ্চল্যকর ব্যবসায়ী শরিফ হত্যা মামলার এজাহার নামীয় আসামী  লিমন (২০) এবং ২। সম্রাট (২২) কে গ্রেফতার করা হয়। হত্যা মামলার আসামী গ্রেফতার সংক্রান্তে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।