আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যবসায়ী মারধরের মামলায় মীর সোহেলের জামিন

সংবাদচর্চা রিপোর্ট:
থানার ভিতরে ব্যবসায়ী মারধরের ঘটনার মামলায় জামিন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলেমের আদালত আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে আদালত মামলার পুলিশ প্রতিবেদন দাখিলের আগ পর্যন্ত জামিন প্রদান করেন।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী এড. খোকন সাহা।

জানা যায়, গত ১৭ নভেম্বর দুপুরে মারধরের শিকার ব্যবসায়ী সেলিম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মীর সোহেল ও তার সহযোগী শাহীন মিয়ার নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামী করে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা যায়, এর আগে গত ১৪ নভেম্বর বিকেলে কুতুবপুরে সন্ত্রাসী মীর হোসেন মীরুর সন্ত্রাসী বাহিনী ইউনিয়নের বউবাজার এলাকায় মুরাদ হোসেন নামে এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি ও অকথ্য ভাষায় গালাগাল করে। এ ঘটনায় ওই দিন রাতেই মুরাদ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শক করেন এবং পরদিন শুক্রবার রাতে তাদেরকে থানায় যেতে বলেন।

পুলিশের কথা অনুযায়ী অভিযোগকারী স্থানীয় ব্যবসায়ী মুরাদ হোসেন ও তার ছোট ভাই ব্যবসায়ী সেলিম থানা ভবনের ভেতরে প্রবেশ করার সময় মীর হোসেন আলী ও শাহীনসহ আরও বেশ কয়েকজনের সাথে দেখা হয়। মীর সোহেল আলী ও তার লোকজন সেলিমকে থানার ভেতরে দেখেই উত্তেজিত হয়ে উঠেন এবং শার্টের কলার চেপে ধরে হামলা চালায়। এক পর্যায়ে মারতে মারতে থানা থেকে রাস্তায় নিয়ে আসে। আবার সেখান থেকে টেনে হেঁচড়ে থানার পরিদর্শক (তদন্ত) হাসানুজ্জামান রুমে নিয়ে যায়। হাসানুজ্জামান মীর সোহেলের পক্ষ নিয়েই ব্যবসায়ী সেলিমকে শাসান বলে জানা যায়।এন.এল