আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্যক্তি নয়, দলের স্বার্থে কাজ করতে হবে: আইভী

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: ব্যক্তিস্বার্থ ত্যাগ করে যুবলীগ নেতাদের দলের জন্য কাজ করার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, যুব মানেই উদ্যম। যুব মানেই পথ চলা। তাই ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে দলের জন্য কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুনরায় ক্ষমতায় আসতে পারলেই যুবলীগের কাজ স্বার্থক হবে। এজন্য যুবলীগের মাঠপর্যায়ে কাজ করতে হবে। গতকাল শনিবার যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচনে জেলার ৫টি আসনে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ যুবলীগকে কাজ করার আহবান জানান আলোচিত এই মেয়র। গতকাল সকালে জেলা ও মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন-জেলা যুবলীগ সভাপতি আবদুল কাদির, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক নিজাম উদ্দিন, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, মনির হোসেন, আদি নাথ বসু, মহানগর যুবলীগের সহ-সভাপতি কামরুল হুদা বাবু, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আজাহার, মহানগর যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন লাভলু, মহানগর যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ফয়জুল ইসলাম রোবেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ১৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোতাহার হোসেন, ১২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জাবেদ হোসেন, ১৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি খালেক, সাধারণ সম্পাদক মজিবর, ১৭নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মামুন ভূইয়া, ১৫নং ওয়ার্ড যুবলীগের ক্রীড়া সম্পাদক ইকবাল বাবু, ১৬ নং ওয়ার্ড যুবলীগ নেতা শাজাহান, লিটন চৌধুরী, মার্টিন মোল্লা, রনি ইসলাম, মোস্তাক স্বজল প্রমুখ।

অনুষ্ঠান শুরুর আগে মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বলের নেতৃত্বে অন্যান্য নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে আলোচনা শেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।