আজ শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেনাপোল সীমান্ত থেকে ১০ পিস স্বর্নের বার সহ আটক-১

বেনাপোল সীমান্ত

বেনাপোল সীমান্ত
মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ ভারতে পাচারের সময় বেনাপোল পোর্ট থানার পুটখালী ট্যাংকীর মোড় থেকে ৫০ লাখ টাকার ১০ পিস (১ কেজি ১শ ৭০ গ্রাম) স্বর্নের বার সহ মনিরুল (২৫) নামে একজন পাচারকারীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দুপুর ১ টার সময় স্বর্নের বার সহ বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তর পাড়ার সাবের আলীর ছেলে মনিরুলকে আটক করা হয়।

২১ বিজিবি পুটখালী ক্যাম্পের নায়েক সুবেদার ওমর ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্যাংকির মোড়ে অভিযান চালিয়ে বাইসাইকেল ও হাতে কাস্তে নিয়ে যাওয়ার সময় মনিরুলকে গতিরোধ করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০ পিস (১ কেজি ১শ ৭০ গ্রাম) স্বর্ন উদ্ধার করা হয়। যার বাজার মুল্য আনুমানিক ৫০ লাখ টাকা। তিনি বলেন স্বর্ন বহন কারি মাঠে যাওয়ার ছদ্মবেশে মাজায় গামছা ও গায়ে গেঞ্জি ও হাতে কাস্তে নিয়ে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল।
আটককৃত স্বর্ন বহনকারী মনিরুলকে স্বর্ন পাচারের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সপোর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার এস,আই সুজিত ঘটনাটি স্বীকার করে বলে আসামিকে শনিবার সকাল ১০ টার সময় যশোর আদালতে হাজির করা হবে।