রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ বেতন-ভাতা ও পেনশসহ অন্যান্য সুযোগ-সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রাপ্তির দাবিতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা বাংলাদেশের ন্যায় তারাব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার ও কাঞ্চন পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ১৩ নভেম্বর সোমবার সকাল ৯টা হইতে বিকাল ৫টা পর্যন্ত তারাব ও কাঞ্চন পৌর ভবনের করিডোরে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচী পালন করেন।
এ কর্মসূচীতে বক্তব্য রাখেন, পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা জেড এম আনোয়ার, পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ও যুগ্মসাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম তুষার, পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির অর্থ-বিষয়ক সম্পাদক তোফায়েল আহাম্মেদ, পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক জাবেদ মিয়া, তারাব ইউনিট কমিটির সভাপতি আমিরুল ইসলাম, সাম্পাদক নাজমুল ইসলাম। কাঞ্চন পৌরসভার সচিব এটিএম নূর এ আলম সিদ্দিকী। উপ-সহকারী প্রকৌশলী হাসান,
বক্তারা বলেন, বিগত কয়েকবছর ধরে আমাদের সংগঠন বেতন-ভাতা ও পেনশসহ অন্যান্য সুযোগ-সুবিধা রাষ্টীয় কোষাগার থেকে প্রাপ্তির দাবিতে মানববন্ধন, স্বারকলিপি, মহা-সমাবেশসহ নানান কর্মসূচি পালন করে আসছি। আজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন হচ্ছে সারা দেশে ৩২৭টা। কর্মরত পৌরসভার ৩২ হাজার ৫০০ কর্মকর্তা-কর্মচারী আজ মানবেতর জীবন যাপন করছেন। অবসরে যাওয়া কর্মচারীবৃন্দ পিএফ ও গ্রাচুইটি এবং পেনশন সুবিধা না থাকায় অর্ধাহারে ও চিকিৎসা সেবা না পেয়ে ধুঁকে ধুঁকে মারা যাচ্ছে। আমাদের স্ত্রী ও সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, তারাব পৌর সচিব তাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মাওলানা মোঃ শামছুদ্দিন, নিগার সুলতানা, আজমেরী বেগম, আতাউর রহামান, সুমন মিয়া, ইসমাঈল মিয়া, সাদিকুর রহমান, আবুল হোসেন প্রমূখ।