সংবাদচর্চা রিপোর্ট
বৃষ্টি নেই তবুও যেন দেলপাড়া চেয়ারম্যান বাড়ি রাস্তাটি একটি ছোট নদী। জমে থাকা পানিতে ভাসছে ময়লা আর্বজনা মলমূত্র। দীর্ঘ দিন ধরে পানিতে তলিয়ে আছে দেলপাড়া কতুবপুর ইউনিয়নের সেন্টু চেয়ারম্যানের বাড়ির পাশে ব্রিজের উত্তর দিকটা ।
সরেজমিনেই দেখা যায়, অন্য জায়গায় থেকে আগত রিক্সা চালকরা তাদের রিক্সায় কাঁদা লাগলেই পানি জমে থাকা রাস্তায় রিক্সাটিকে ধুয়ে নিয়ে যাচ্ছে মনের আনন্দে। তা দেখে ঐ এলাকার স্থানীয় রহিম বলেন কারো পোষ মাস কারো সর্বনাশ। তিনি আরো বলেন, আমরা এলাকায় ময়লা পানি জমে থাকার কারনে ঘরের বাহিরে বের হতে ইচ্ছে করে না!
স্থানীয় বাসিন্দা মনোয়ারা বলেন, এ রাস্তায় অনেক দিন ধরে পানি জমে আছে। রাস্তাটি অনেক নিচু হওয়ার কারন হলো রাস্তায় পানি জমে থাকা। আমাদের এ রাস্তায় পানি জমে থাকায় অনেক অসুবিধা হয়। আমি এ রাস্তায় পানি জমে আছে বলে দূর দিয়ে অন্য আরেক জনের বাড়ির উপর দিয়ে চলাফেরা করি। আর যাদের কোনো উপায় না থাকে তারা এই ময়লা পানি দিয়ে চলাফেরা করে থাকে।
আমেনা আক্তার সাদিয়া বলেন, আমি দশম শ্রেনিতে পড়ি। আমাদের এ রাস্তা দিয়ে স্কুলে যেতে অনেক অসুবিধা হয়। বৃষ্টি নেই তাও দেখেন কত পানি জমে আছে। আর বৃষ্টি হলে এখানে হাঁটুর উপরে পানি হয়ে যায়। এ ময়লা পানি জমে থাকার কারনে আমাদের হাত পায়ে ঘা দেখা যায়, শরীর চুলকায়, ডায়রিয়া ও অন্যান্য অসুখ হয়ে থাকে। প্রায় ৩/৪ বছর ধরে এ রাস্তায় পানি জমে আছে । চেয়ারম্যান রাস্তা ঠিক করেছে তাও রাস্তা নিচু হয়ে গেছে। কিন্তু চেয়ারম্যান বাড়ির সামনের রাস্তা উচু করে নির্মাণ করছে । তাই তার বাড়ির সামনের রাস্তায় পানি জমে থাকে না।
কুতুবপুর ইউনিয়নে চেয়াম্যান মনিরুল আলম সেন্টু বলেন, এই রাস্তার পাশে খাল নির্মানের কাজ ধরেছে সেনাবাহিনীরা। যার কারনে রাস্তায় পানি জমে আছে। এ আমাদের সমস্যা না এটা সেনাবাহিনীর সমস্যা। তাছাড়া চেয়ারম্যান বাড়ির রাস্তা এটা আমাদের পারিবারিক অভ্যন্তরীন রাস্তা । এই নিয়ে কারো কোনো রকম কোনো সমস্যা নেই।