আজ শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বৃটিশ বিরোধী নেতা মফিজ উদ্দিনের স্মরণে ওয়াজ

আড়াইহাজারে হযরত মাওলানা মফিজ উদ্দিন (রহঃ) এর ৭৫ তম ওফাত স্মরণে দুই দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হয়েছে। রবিবার ছিলো প্রথম দিন। আজ সোমবার ওয়াজের দ্বিতীয় দিন। প্রথম দিনে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। প্রধান বক্তা ছিলেন আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। তিনি কোরআন হাদিস থেকে ওয়াজ করেছেন। এছাড়া নজরুল ইসলাম বাবুও বক্তব্য দিয়েছেন।

প্রসঙ্গত, বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন মাওলানা মফিজউদ্দিন আহম্মদ। তিনি ভারতীয় উপমহাদেশে অত্যাচারী জমিদার দয়ামোহন চৌধুরাণী ও তাদের উত্তরসূরী ভুজপুরী দেশওয়ালী পেয়াদারেরা বিরুদ্ধে সোচ্চার আন্দোলন গড়ে তুলে আড়াইহাজার অঞ্চল থেকে তাদের উচ্ছেদ করেছিলেন। তিনি একজন উচ্চ শিক্ষিত ইসলামী চিন্তাবিদ ছিলেন। ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের সন্তান হলেও তিনি সর্বদা সাধারণ জীবন-যাপন করে আধ্যাত্মিক জ্ঞান সাধনায় মগ্ন থাকতেন। তিনি একাধারে জ্ঞান সাধক, কামেল পীর ও হক্কানী আলেমেদ্বীন ছিলেন। আধ্যাত্মিকতায় মুগ্ধ হয়ে অসংখ্য লোক তাঁর হাতে বায়াত গ্রহণ করেন। বৃটিশ শাসন আমলে আড়াইহাজারে মুসলিম জাগরণ বৃদ্ধি এবং ইসলামী শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টির জন্য মসজিদ, মাদ্রাসাসহ বাজবী প্রাথমিক বিদ্যালয় ও দুপ্তারা সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।  সোমবার জোহরবাদ মরহুমের দুপ্তরা ইউনিয়নের বাজবীর বাসভবনে তবারক বিতরণের আয়োজন করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি রবিবার ছিলো তার ৭৫তম মৃত্যুবার্ষিকী ।

উল্লেখ্য পীর সাহেবের নাতি বর্তমান নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু ।