নিজেদের প্লাটফর্মে নতুন বুকমার্কস ফিচার চালু করেছে টুইটার।
সংবাদচর্চা ডেস্ক: এই ফিচারের মাধ্যমে গ্রাহক ব্যক্তিগতভাবে টুইট ফ্ল্যাগ করে রাখতে পারবেন। ফলে যখন তাদের সময় হবে তখন এই টুইটগুলো পড়তে পারবেন। আগের বছর অক্টোবরে মাইক্রোব্লগিং সাইটটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, টুইট মজুদ করে রাখার জন্য তারা একটি বুকমার্কিং ফিচার তৈরি করছে। এবার গ্রাহকের জন্য ফিচারটি উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
আগে টুইট লাইক করার মাধ্যমে এই সুবিধা পেতেন গ্রাহক। কিন্তু নতুন বুকমার্কিং ফিচারের মাধ্যমে টুইট লাইক না করেই সেগুলো মজুদ করতে পারবেন গ্রাহক। আর এতে কোন টুইটগুলো মজুদ করা হয়েছে তা গোপন থাকবে। টুইট লাইক করলে অন্য গ্রাহক জানতে পারতেন তার টুইট মজুদ করা হয়েছে– খবর প্রযুক্তি সাইট ভার্জ-এর।
কোনো টুইট বুকমার্ক করতে গ্রাহক-এর নিচে নতুন শেয়ার বাটন দেখতে পাবেন। এর মাধ্যমে সরাসরি বার্তায় টুইট শেয়ার বা বুকমার্জ করতে পারবেন গ্রাহক।
টুইটারের পক্ষ থেকে বলা হয়, ‘বুকমার্কস বা সেইভ ইট লেটার’ ফিচারটির জন্য অনেক গ্রাহক অনুরোধ জানিয়েছেন।
অ্যান্ড্রয়েড, আইওএস, টুইটার লাইট এবং টুইটার মোবাইল ওয়েবসাইট-এর জন্য ফিচারটি চালু করেছে মাইক্রোব্লগিং সাইটটি।