আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিয়াম জিলা ও কাবুল শাহ স্কুলের বনভোজন

নরসিংদী বিয়াম জিলা স্কুল ও কাবুল শাহ নরসিংদী কালেক্টরেট পাবলিক স্কুল এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এর সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে বিয়াম জিলা স্কুল ও কাবুল শাহ নরসিংদী কালেক্টরেট পাবলিক স্কুল এর বার্ষিক বনভোজন ও  সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক  সৈয়দা ফারহানা কাউনাইন।
এসময় তিনি উভয় স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং প্রীতি খেলাধুলার বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বার্ষিক বনভোজন বিদ্যালয়ের পাঠক্রমের বাহিরে শিক্ষক-শিক্ষার্থীদের এক চমৎকার মিলনমেলা। যা তাদেরকে নব উদ্যোমে উজ্জীবিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করে।

এ সময় বিদ্যালয় দুটির শিক্ষক-শিক্ষিকা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।