নিজস্ব প্রতিবেদক:
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষিত হলো বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। চমক হিসেবে আবু জায়েদ রাহির অন্তর্ভূক্তি। বাদ পড়েছেন তাসকিন রহমান ও ইমরুল কায়েস, সফিউল, এনামুল হক ।
আজ (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টার পর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
তাসকিনের দলে অন্তর্ভূক্তি না হওয়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক নান্নু বলেন, অনেক দিন ধরে না খেলার কারণে বাদ পড়েছেন তাসকিন।
আগামী ২৩ মে পর্যন্ত বিশ্বকাপ দলের চোটাক্রান্ত ক্রিকেটারদের আইসিসির অনুমতি ছাড়াই পরিবর্তন করতে পারবে দলগুলো। এরপর পরিবর্তন করতে চাইলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।
আগামী ২ জুন লন্ডনের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।
বাংলাদেশের বিশ্বকাপ দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত।