আজ রবিবার, ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশের বিশেষ অভিযানে বন্দরে ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার-৫

বন্দরে কদমতলী

বিশেষ অভিযানে

বন্দর প্রতিনিধি:
বন্দর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ওই সময় পুলিশ ধৃত ৫ মাদক ব্যবসায়ী দেহ তল্লাশী চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল ও ৫’শ ১১ পিছ ইয়াবা ট্যাবলেট এবং ৩’শ গ্রাম গাঁজা উদ্ধার করে। গত বৃহস্পতিবার দিনগত রাতে বন্দর উপজেলার বিভিন্ন স্থানে পৃথক স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদক দ্রব্যসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৪টি মামলা রুজু করেছে। যার মামলা নং- ৫০(৩)১৮, ৫২(৩)১৮, ৫৩(৩)১৮ ও ৫৪(৩)১৮।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এএসআই ইলিয়াছ খানসহ সঙ্গীয় র্ফোস বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুরান বন্দর চৌধূরীবাড়ী মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযানকালে পুলিশ ৩’শ গ্রাম গাঁজাসহ একই এলাকার মোতালেব মিয়ার ছেলে গাঁজা বিক্রেতা ইউনুছ (২৭)কে গ্রেপ্তার করে। এ ছাড়াও কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই মোখলেছুর রহমানসহ সঙ্গীয় র্ফোস বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মদনপুর ইস্ট টাউন এলাকায় মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় ৫’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সোনারগাঁ থানার বেইলর পশ্চিমপাড়া এলাকার মৃত মতিন মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী কামরুল ইসলাম (৩৮)কে গ্রেপ্তার করে। একই ফাঁড়ীর অপর এএসআই আমিরুল হাসানসহ সঙ্গীয় র্ফোস ওই রাতে কেওঢালা পিপাসা পাম্পের সামনে অভিয়ান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ কেওঢালা এলাকার তমিজ উদ্দিন মিয়ার ছেলে ফেন্সিডিল বিক্রেতা আনিছুর রহমান ওরফে আনাস (২৪) ও একই এলাকার ফুলচাঁন মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী হক মিয়া (২৫)কে গ্রেপ্তার করে।
এদিকে বন্দর থানার উপ-পরিদর্শক পংকজ কান্তি সরকারসহ সঙ্গীয় র্ফোস দক্ষিন লক্ষনখোলা এলাকায় অভিযান চালিয়ে ১১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার দুলাল ভূইয়া ছেলে ইয়াবা বিক্রেতা সাব্বির ভূঁইয়া (১৯)কে গ্রেপ্তার করে।
ধৃত ৫ মাদক ব্যবসায়ীকে পৃথক ৪টি মাদক মামলায় শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।