আজ সোমবার, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিপিএলে তামিমের দুর্দান্ত শতক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার হয়ে দুর্দান্ত শতক হাঁকালেন তামিম ইকবাল। এবারের আসরে এটি দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে একই ম্যাচে ঢাকার বিপক্ষে সেঞ্চুরি করেছেন সিলেট সানরাইজার্সের লেন্ডল সিমন্স।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে তামিম ইকবাল ৬১ বলে ১৫টি চার ও তিন ছক্কায় পৌঁছে যান শত রানের ম্যাজিক ফিগারে। শেষ পর্যন্ত অপরাজিত ৬৪ বলে ১১১ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি।এবারের আসরের প্রথম সেঞ্চুরি করেন সিলেটের ক্যারিবীয় ওপেনার সিমন্স। তিনি ৬৫ বলে ১১৬ রান করেন। তবে তামিম ইকবালের সেঞ্চুরির কাছে হার মানতে হয় সিমন্সের সিলেটকে। ৫ উইকেটে ১৭৫ রান করেও ৯ উইকেটে হেরে যায় সিলেট।