আজ রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিপাকে মিমি চক্রবর্তী

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর আরেক পরিচয় তিনি জনপ্রতিনিধি। পশ্চিমবঙ্গের যাদবপুরের তৃণমূলের এমপি হিসেবে সংসদে কথা বলেন। আর নিজের সেই পরিচয় তেলের বিজ্ঞাপনে ব্যবহার করে ফেঁসে গেছেন তিনি। এরপর পশ্চিমবঙ্গের অন্যান্য এমপিরা তাকে তুলোধুনো করেছেন। কারণ তিনি নিয়মের বাইরে গিয়ে বিজ্ঞাপন করেছেন। এতে মিমির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও উঠে।

আরও পড়ুনঃ  ঝড় তুলেছেন সানি লিওন

নিহার ন্যাচারাল ব্র্যান্ডের তেলের বিজ্ঞাপনের মডেল হিসেবে বেশ কয়েক বছর ধরে কাজ করছেন মিমি। সম্প্রতি ওই ব্র্যান্ডের তেলের আরেকটি বিজ্ঞাপন করেন তিনি। সেখানে যোগ্যতার ভিত্তিতে চুলের বিন্যাসের বিষয়টি তুলে ধরতে তিনি নিজেকে জনপ্রতিনিধি হিসেবে বিজ্ঞাপনে উল্লেখ করেন। এতেই তাকে নিয়ে শুরু হয়েছে চরম বির্তক।

চলমান ও সাবেক অনেক এমপিরা মনে করছেন, মিমি ‘অফিস অব প্রফিট’ আইন লঙ্ঘন করেছেন। তাই তার এমপির পদ বাতিল হতে পারে।
এদিকে মিমি জানান, তিনি নিয়মটি জানতেন না। তাকে স্ক্রিপ্টে দেখে যা পড়তে বলা হয়েছিল, তিনি সেটিই পড়েছেন। তবে বিজ্ঞাপন সংস্থার সঙ্গে আলোচনা করে বিতর্কিত অংশটি বাদ দেয়া হবে বলে জানান তিনি।

স্পন্সরেড আর্টিকেলঃ