আজ শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিদ্রোহী কবির জন্মদিনে গুগলের ডুডল

সংবাদচর্চা রিপোর্ট:

বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র দ্রোহের কবি সাম্যের কবি মানবতার কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৫ শে মে ১১ জৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন।  তার পিতার নাম কাজী ফকির আহমেদ মাতার নাম জায়েদা খাতুন।  অল্প বয়সেই তিনি ইসলাম ও হিন্দু ধর্মের মৌলিক আচার-অনুষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পান, যা পরবর্তীকালে তার সাহিত্যকর্মে বিপুলভাবে প্রভাবিত করে। তিনিই বাংলা সাহিত্যে ইসলামী চেতনার চর্চা শুরু করেছেন বলা যায়। সমাজের যাবতীয় অন্যায় ও অনাচারের বিরুদ্ধে  সোচ্চার ছিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মবার্ষিকী  উপলক্ষে গুগল বিশেষ ডুডল প্রকাশ করেছে।

বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে গুগলে (www.google.com) গেলে কিংবা সরাসরি (www.google.com.bd) ঠিকানায় ঢুকলে চোখে পড়বে কাজী নজরুল ইসলামকে নিয়ে করা ডুডলটি। এতে গুগলের বিভিন্ন অক্ষরগুলোকে সাজানো হয়েছে বিশেষভাবে। যেখানে দেখা যাচ্ছে নজরুলের হাতে থাকা একটি খাতা থেকে তার লেখাগুলো উড়ে উড়ে গিয়ে গুগলের লোগো তৈরি করেছে। সাদা টুপি, চোখে চশমা আর বাবরি দোলানো চুলে দেখানো হয়েছে কবি নজরুলকে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৬ সালে কবিকে স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়।