সংবাদচর্চা রিপোর্ট:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাংসদ পুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেছেন, আগামী নির্বাচন মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার নির্বাচন। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ বাসিকে নৌকায় ভোট দিতে হবে।
শনিবার তারাব পৌর সভার ৮ নং ওয়ার্ডে আওয়ামী লীগের অফিসে এবং রূপসী গাজী অডিটরিয়ামে পৃথক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
গোলাম মর্তুজা পাপ্পা বলেন, বিএনপি স্বাধীনতা বিরোধী আগুন সন্ত্রাসীদের আন্তানা । গত নির্বাচনে বিএনপির সন্ত্রাসী বাহিনী সারা দেশে নিরীহ মানুষ আগুন পুড়িয়ে হত্যা করেছে। ওদের কোন আদর্শ নেই। ওরা রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশে জঙ্গীবাদের উত্থান হয়। ওদেরকে ব্যালটের মাধ্যমে বর্জন করতে হবে।
তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, রূপগঞ্জে বর্তমান সরকারের আমলে যে সকল উন্নয়ন হয়েছে তা জনগণকে বলতে হবে। বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসী কর্মকান্ড জনগণকে স্মরণ করিয়ে দিতে হবে। নৌকা হারলে দেশের উন্নয়ন পিছিয়ে যাবে। যে কোন মূল্যে নারায়ণগঞ্জ ১ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রূপগঞ্জ বাসিকে ৩০ ডিসেস্বর সারা দিন নৌকায় ভোট দেয়ার আহবান জানান গোলাম মর্তুজা পাপ্পা।
তারাব পৌর সভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় সাপ্তাহিক রূপকন্ঠের সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তারাব পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন,যু্বলীগ নেতা সবুর,বকুল।
এছাড়া রূপসী গাজী অডিটরিয়ামে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর বর্ধিত সভায় রূপগঞ্জ উপজেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার পারভেজ টিপুর সভাপতিত্বে ও মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এম এ সাইদ সোহেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, তারাব পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ আলম খাঁন, সাবেক কাউন্সিলর মো: আক্তার, রূপগঞ্জ উপজেলা যুব লীগের সহ-সভাপতি শামীম মাহাবুব, আওয়ামীলীগ নেতা দিমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ-সম্পাদক মো: রানেল, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান জনি, সাংগঠনিক সম্পাদক হাজী মোতাহের হোসেন নাদীম, রূপগঞ্জ উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক আল-আমিন ভূইয়া, দুর্যোগ ও ক্রান সম্পাদক বাচ্চু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন, তারাব পৌর যুব লীগের সহ-সভাপতি জুয়েল, যুগ্মসাধারণ সম্পাদক মো: জাকারিয়া মোল্লা, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম তুহিন, মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সামিউল হক শ্যামল, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, ভূলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুবলীগ নেতা মো: আরিফ ভুইয়া রিপন প্রধান, ছাত্রলীগ নেতা নাজমুল সবুজ, শহিদুল ইসলাম অপু, মো: ইকরাম, মুরাদ, ইমতিয়াজ, নাসির প্রমুখ।