আজ রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজয় দিবসে রঞ্জু মেম্বারের শুভেচ্ছা


সংবাদ বিজ্ঞপ্তি
১৬ ডিসেম্বর, বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জসহ সারাদেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লা কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার হান্নানুর রফিক রঞ্জু।
শুভেচ্ছা বার্তায় রঞ্জু বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে আমি নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাঁদের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। আজকের এ দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেসব বীর শহীদদের কথা, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন স্বদেশভূমি পেয়েছি। আমি স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করি। স্বাধীনতার জন্য যে সবমা-বোন সর্বোচ্চত্যাগ স্বীকার করেছেন- আমি তাদের জানাই সশ্রদ্ধ সালাম।
তিনি আরও বলেন, স্বাধীনতাযুদ্ধ ওই বছর ১৬ ডিসেম্বর পাকহানাদার বাহিনীকে পরাস্ত করে দেশের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা বিজয়ী হয়। তাই ১৬ ডিসেম্বর আমদের গর্বিত বিজয় দিবস। এদেশের দামাল ছেলেরা হানাদার বাহিনীকে পরাজিত করে ছিনিয়ে এনেছিলো স্বাধীনতার সূর্য। আজকের এ মহান দিনে আমি সেসব অকুতোভয় বীর সেনাদের সশ্রদ্ধ অভিবাদন জানাই।