আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা, বিএনপির

বিক্ষোভ

বিক্ষোভ 

সংবাদচর্চা ডেস্ক: সমাবেশের অনুমতি না পেয়ে ঢাকা মহানগরে প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নির্বাচন বর্জন করে হরতাল-অবরোধের কর্মসূচি পালন করে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে ১৫৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সংসদ সদস্যরা।

দশম জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তির দিন শুক্রবার (৫ জানুয়ারি) বিএনপির পক্ষ থেকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।

তিনি জানা, সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পাওয়া যায়নি। তাই শনিবার ঢাকা মহানগরে প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে

দিবসটি পালনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান কিংবা নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েও  পরিস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করলেন রিজভী।

তিনি জানা, সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পাওয়া যায়নি। তাই শনিবার ঢাকা মহানগরে প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

 

দিবসটি উপলক্ষে কয়েকদিন আগেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল তারা। তবে তাদের অনুমতি চাওয়ার আগেই ‘ইউনাইটেড ইসলামিক পার্টি’ নামে একটি দলকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

অন্য একটি দলকে উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়ায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। তবে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, উন্মুক্ত স্থানে নয়, কোনো মিলনায়তনে (ইনডোর) সমাবেশ করতে চাইলে অনুমতি দেবে তারা।