নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের পাইকারি ও খুচরা কেনাবেচার কাঁচাবাজারের অন্যতম হলো দিগ্ববাবুর বাজার।সপ্তাহের প্রায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এখানে কেনাবেচা চলে।
বাংলাদেশ কতটুকু ডিজিটাল হচ্ছে তা এখানে না আসলে বোঝা যাবে না। বেশিরভাগ দোকানি পণ্য মাপামাপির কাজে ব্যবহার করছে নিষিদ্ধ দাড়িপাল্লাকে, যেটা ব্যবহারে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। কয়েক দফা অভিযান চালিয়েও মিলছে না আশানুরূপ প্রতিকার।
জনমনে এই পাল্লার ব্যবহার নিয়ে প্রশ্ন থাকলেও, কতৃপক্ষের নাকের ডগায় বসে চলছে এই দাড়িপাল্লার কার্যক্রম। শুধু দিগ্ববাবুর বাজার নয়, আশেপাশের অনেক বাজার অথবা দোকানে এখনো চলমান মান্ধাতা আমলের দাঁড়িপাল্লা।