আজ সোমবার, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপির কর্মসূচি ঘোষণা

টি.আই.আরিফ:

আন্দোলনের ডাক পড়েছে নারায়ণগঞ্জ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। আগামী ২ মার্চ জেলায় বিক্ষোভ সমাবেশ। ৫ মার্চ নারায়ণগঞ্জের প্রত্যেকটা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করবে। ৬ মার্চ ছাত্রদলের বিক্ষোভ । ১২ মার্চে নারায়ণগঞ্জের প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে হাট-বাজারে বিএনপির পথসভা হওয়ার কথা। সভা নারায়ণগঞ্জ বিএনপির নেতা কয় জন অংশ নেয় সেটা দেখার অপেক্ষা। ইতোমধ্যে নারায়ণগঞ্জে থানা ,পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আহবায়ক কমিটি করা হয়েছে। নতুন নেতৃত্বের কাছে নয়া চ্যালেঞ্জ। এছাড়া কমিটি নিয়ে নারায়ণগঞ্জ বিএনপি নেতাদের মধ্যে কোন্দল লক্ষ্য করা যাচ্ছে। জেলা বিএনপির আহবায়ক এখনো স্থির হয়নি। জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ এলাকা ছাড়া। তাহলে জেলা বিএনপির নেতৃত্বে দেবে কে সেই প্রশ্ন তৃণমূল বিএনপির। যদি রবি-নাসির ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পালন করেছে পর্যায়ক্রমে। রূপগঞ্জে ছাত্রদলের পদ বঞ্চিতরা বিক্ষোভ অব্যাহত রেখেছে। এমন অবস্থায় বিএনপি আন্দোলন করে কতটা সফল হবে তা নিয়েও দলের মধ্যে আলোচনা ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং মূল্য কমানোর দাবিতে টানা ১১ দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।