আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে খালেদার মুক্তির জন্য গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন,বিএনপি ভাংগার জন্য আ.লীগের জন্য মরন ফাদ–এড.তৈমূর

বিএনপি ভাংগার জন্য আ.লীগের জন্য মরন ফাদ

না.গঞ্জে খালেদার মুক্তির জন্য গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন,বিএনপি ভাংগার জন্য আ.লীগের জন্য মরন ফাদ–এড.তৈমূরবিএনপি ভাংগার জন্য আ.লীগের জন্য মরন ফাদ

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও তার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণস্বাক্ষর কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের মাসদাইরে মজলুম মিলনায়তনে এ দোয়া ও গণস্বাক্ষর কর্মসূচী পালিত হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের তত্ত্বাবধায়নে এতে জেলা বিএনপি, মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলের নেতাকর্মী ও আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।

গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধনী বক্তব্যে তৈমুর আলম খন্দকার বলেন, নেতাকর্মীরা এখন সবাই মামলায় জর্জরিত তাই তারা এখানে আসতে পারেনি। আমাদের আগে মামলা দিতো নাশকতা এখন দেয় পরিকল্পনা। অনেকে জামিনে রয়েছেন তারা এসেছেন।তবে সবাইকে জানানো হয়েছে, সবাই যার যার মত গণস্বাক্ষর সম্পন্ন করে আগামীকাল (রবিবার) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উপস্থিত থাকবেন। সেখানে আমরা স্মারকলিপি প্রদান করবো। দল এখন ঐক্যবদ্ধ। নেতাকর্মীরা এখন আরো বেশী উজ্জীবিত।বিএনপি ভাংগার ষড়যন্ত্র আওয়ামী লীগের জন্য মরন ফাদ হবে।

তিনি বলেন, কেন্দ্র থেকে গতকাল আমাকে নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক দায়িত্ব দেয়া হয়েছে। আগে আমি পঞ্চগড় জেলার দায়িত্বে ছিলাম। কেউ বিভ্রান্ত হবেন না যে আমি জেলা বিএনপির সভাপতি, আমি জেলার সাংগঠনিক দায়িত্ব পেয়েছি। মহানগরের দায়িত্ব পেয়েছেন জয়নাল আবেদীন ফারুক। তার সাথে সমন্বয় করেই মহানগরের ও জেলার সকল কাজ সম্পন্ন করা হবে।

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত শেষে সকলকে সাথে নিয়ে গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন তৈমুর আলম খন্দকার।