নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রবির জামিন মঞ্জুর করেছে আদালত। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শুনানী শেষে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা আদালতের বিচারক আনিসুর রহমানের আদালতের তার এই জামিন মঞ্জুর করা হয়। আসামী পক্ষের আইনজীবী হিসেবে মামলার শুনানী করেন অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী, অ্যাডভোকেট বোরহান উদ্দিন সরকার ও অ্যাডভোকেট আলী হোসাইন।
প্রসঙ্গত, গেল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নির্বাচনী সমন্বয়ক ছিলেন মনিরুল ইসলাম রবি।