করোনা ভাইরাসে বিপাকে পড়া খেটে খাওয়া ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রূপগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন “ সুন্দর জীবন ক্লাব”। ফোন পেয়ে শুক্রবার দড়িকান্দী,টঙ্গীরঘাট, ব্রাক্ষণগাও, বানিয়াদী, সরকারপাড়া এলাকায় বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে সংগঠনটি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ,ডাল, আলু , লবণ, তেল।
এসময় উপস্থিত ছিলেন সুন্দর জীবন ক্লাবের সভাপতি শাহান আফরোজ নাফিজ, সাধারণ সম্পাদক বেলাল হোসেন রাফি , সহ সভাপতি মাইনুল , সাংগঠনিক সম্পাদক রিমন, হিসাব রক্ষক ফুজায়েল , শিক্ষা বিষয় সম্পাদক কাজী রিয়াজ, ধর্ম বিষয়ক সম্পাদক রোদ্র প্রমুখ। এর আগে সংগঠনটির উদ্যোগে সড়কসহ বিভিন্ন জনবহুল স্থানে জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়েছে।
প্রসঙ্গত করোনা ভাইরাস প্রতিরোধে সুন্দর জীবন ক্লাবটি জনসচেতনতা সৃষ্টি লক্ষ্য কাজ করে যাচ্ছে। সংগঠনটির নেতৃবৃন্দ করোনা প্রতিরোধে সবাইকে ঘরে থাকার অনুরোধ করেছে।
এদিকে করোনা আতঙ্কে কাপছে নারায়ণগঞ্জ। শেষ খরব পাওয়া পর্যন্ত জেলায় ৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে রূপগঞ্জের রয়েছে ৩ জন। মারা গেছে ৮ জন। রূপগঞ্জসহ নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে সরকরী বেসরকারী সব প্রতিষ্ঠান। কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। বাড়ছে খাদ্য সংকট।