স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের মদনগঞ্জে শীতলক্ষ্যা নদী খননের নামে কেটে সাবাড় করে দেয়া হচ্ছে হাজার হাজার একর ফসলী জমি ও মালিকানা ভূমি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর সাগরের নেতৃত্বে মদনগঞ্জ পিএম রোড এলাকার ফুলচান মিয়ার ছেলে সেলিম,হাবিব সরদারের ছেলে মাসুম ও হারুন প্রায় মাস খানেক ধরে বিনা বাধায় ড্রেজারের সাহায্যে বালু উত্তোলণ করে যাচ্ছে। প্রসঙ্গতঃ খনিজ সম্পদ মন্ত্রণালয় হতে নদীর নাব্যতা সৃষ্টি ও ড্রেজিং করতে ১লাখ মেট্রিক টন বালু কেটে খননের রয়্যালিটি ১মাসের জন্য সামিট পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষকে দেয়া হয়। সামিট পাওয়ারের ওই কাজের দায়িত্ব নেয় স্থানীয় কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর ও কথিত আওয়ামীলীগ নেতা মাসুম,বিএনপি নেতা সেলিম ও হারুন গং। রয়্যালিটিতে ১লাখ মেট্রিক টন বণিত থাকা স্বত্ত্বেও নদীখেকো সাগর বাহিনী সামিট পাওয়ার প্ল্যান্টসহ তার আশ পাশের নদীর তীরবর্তী অঞ্চলের সকল সরকারি লীজপ্রাপ্ত ও মালিকানা জমি কেটে সাবাড় করে দিচ্ছে। ১লাখ মেট্রিক টন এর স্থলে চারগুন বালু কেটে গোটা মদনগঞ্জ মৌজাস্থিত নদীর তীর কেটে নিয়েছে। এতে করে একদিকে যেমন সরকারও মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে অন্যদিকে নিরীহ জমি মালিকরাও পথে বসার উ্পক্রম হয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সঞ্চার করছে। এলাকাবাসী তদন্ত সাপেক্ষে নদীখেকো সাগর বাহিনীর কবল থেকে নদীর তীর রক্ষার জন্য প্রশাসনের উর্দ্ধতন মহলের আশু হস্তক্ষেপ কামনাা করছে।