মঠবাড়িয়ায় বালু ব্যবসায়ীকে কুপিয়ে জখম ॥ থানায় মামলা
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় শামীম খান (৪০) নামের এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ মোস্তফা মাঠে ভলিবল খেলা নিয়ে দুই পক্ষের বিরোধ থামাতে গিয়ে তিনি এ হামলার শিকার হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় ওই রাতেই ব্যবসায়ীর বাবা নুরুল ইসলাম খান বাদী হয়ে মঠবাড়িয়া থানায় নাইম মিয়া (২৫), সোহেল (২৬)সহ ৬ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকেলে শহীদ মোস্তফা খেলার মাঠে ব্যবসায়ী ভলিবল খেলা দেখছিল। ভলিবল খেলার এক পর্যায়ে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়।
এসময় শামীম খান এক পক্ষের হয়ে বিরোধ মিমাংসার চেষ্টা করেন। এতে অপরপক্ষ ক্ষিপ্ত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাকে গুরুতর জখম করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় বালু ব্যবসায়ীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।