আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাবুর মিশন এবার ঢাকা মহানগর

নবকুমার:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বর্তমানে আওয়ামী লীগের মধ্যে চরম কোন্দল বিরাজ করছে। সেখানে আওয়ামী লীগের দুইটি গ্রুপ রয়েছে। একটি নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু , অপরটি নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  ইকবাল পারভেজ। ইকবাল পারভেজের বলয় থেকে বাবুর বলয়ে যোগ দিয়েছে আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর  রহমান হেলো সরকার। সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইকবাল পারভেজ ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমান বাচ্চুকে বহিস্কার দাবি করেছে হেলো সরকার। ঢাকায় সংবাদ সম্মেলন করেছেন নজরুল ইসলাম বাবু। সেখানে তার অভিযোগের তীর ছিলো ইকবাল পারভেজের দিকে। বাবু বর্তমানে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আওয়ামী লীগের একাধিক পদে দায়িত্ব পালন করতে চান। সম্প্রতি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন পদ পেতে বাবু সক্রিয় ছিলো। তার সক্রিয়তা পত্রিকার মাধ্যমে জানা গেছে। কিন্তু সেখানে বাবু টিকে থাকতে পারে নি। এবার তিনি ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে চান।  শনিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সামনে রেখে শেষ মুহূর্তে জোড়ালো লবিং করছেন নজরুল ইসলাম বাবু। তবে তিনি পদ পাবেন কি না সেটাই এখন দেখার বিষয়। বাবু বলেন , মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে এমন একজনকে দায়িত্ব দেয়া প্রয়োজন, যার পুরো মহানগর পরিচালনা করার মতো যোগ্যতা ও দক্ষতা রয়েছে। সুত্র: নয়া দিগন্ত।

প্রসঙ্গত , ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালে মহানগর দক্ষিণের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও থানায় তার পদচারণা ছিলো। সেটাকে তিনি এবার কাজে লাগাতে চান। তবে সম্প্রতি নজরুল ইসলাম বাবুর এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।