বানেশ্বরপুর সঃ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
এস.ডি রিপন মহমুদ ॥ পিরোজপুর পৌর মেয়র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মালেক বলেছেন ,আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার; শিক্ষার্থীদের শুধু পড়াশুনা নয় , এদের মেধাবিকাশের জন্য খেলাধুলা সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করা আবশ্যক।
প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এ বিষয়ে বিশেষ ভাবে গুরুত্ব দিয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে সদর উপজেলার ৫২ নং বানেশ্বরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬৬ তম বার্ষিক ক্রিড়া ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এন মিজানুর রহমান, জেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল মোন্তাকিম, উপজেলা শিক্ষা অফিসার সিকদার অতিকুর রহমান জুয়েল, ০৯ নং পৌর কাউন্সিলর মুহাম্মদ নজরুল ইসলাম শিকদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সতীস চন্দ্র মন্ডল, ম্যানেজিং কমিটির কমিটির সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম মজনু তালুকদার,বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপলা রানী কর হুলারহাট মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন সেখ প্রমূখ ।
ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গিয়স উদ্দীন গাজীর সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ কামাল হোসেন সেখ এর সঞ্চালনায় অনুষ্ঠান উপস্থাপনা করেণ বিদ্যলয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তফা কবির।
প্রধান অতিথি এসময় গুয়াবাড়িয়ার বাসিন্দা বৃদ্ধ আক্কেল আলীর চোখের চিকিৎসার সব খরচ নিজেই বহন করবেন বলে প্রতিশ্রুতি দেন।