আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগে জান্নাত মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন

সংবাদচর্চা রিপোর্ট

বন্দর উপজেলাধীন মুসাপুর ইউনিয়নের ফনকুল এলাকায় নূরে মোহাম্মদ বাগে জান্নাত জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া।   শুক্রবার (৩ মে)  সকাল ১১টায় তিনি এ কাজের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন,  আমাদের মধ্য থেকে শিষ্টাচার হারিয়ে গেছে। এই শিষ্টাচার ফিরিয়ে আনতে হবে। মনে রাখবেন পৃথিবীতে আল্লাহ, আল্লাহর পর নবীজী, নবীজীর পর মা-বাবা এরচেয়ে বড় পীর আউলিয়া পৃথিবীতে কেউ নেই। এর চেয়ে বড় নেতা আর কেউ নেই। সুতরাং আমরা সবাই যাতে বাবা-মায়ের সেবা করতে পারি সেই তাওফিক যেন আল্লাহ আমাদের দান করেন।

রাব্বী মিয়া আরো বলেন, মসজিদ আল্লাহর ঘর যে স্থানে মসজিদ নির্মাণ হয় সেই স্থানে আল্লাহর রহমত নাযিল হয়। অন্যায় অপরাধহ্রাস পায়। জাতীয় শ্রমিকলীগের সভাপতি ও নূরে মোহাম্মদ বাগে জান্নাত জামে মসজিদ এর মোতওয়াল্লী শুক্কুর মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী সহ অনেকে।