আজ শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশে সংখ্যলঘু বলতে কিছু নেই:রিয়াদ চৌধুরী

 

নিজস্ব প্রতিবেদক:

সদর উপজেলার ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপুজা উৎসবমুখর নির্বিঘ্নেনে করতে পুজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ফতুল্লা চৌধুরী বাড়ী এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধূরী,ফতুল্লা থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুহুল আমিন শিকদার, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী,ফতুল্লা থানা স্বেচ্ছা সেবকদলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের আহবায়ক আব্দুল খালেক টিপু,ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহআলম পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জুয়েল আরমান।
আরো উপস্থিত ছিলেন দাপা ঝৃষি বাড়ী পুজামন্ডপের প্রাণ কৃষ্ণ দাস,সদস্য কাশিনাথ দাস,প্রদীপ চন্দ্র দাস,লালপুর শ্রী কালি মন্দির পূজামন্ডবের সভাপতি নিল রতন দাস,সাধারন সম্পাদক অর্জূন দাস,পরিমল চন্দ্র, সম্ভু নাথ প্রমূখ।
রিয়াদ মোহাম্মদ চৌধুরী এ সময় বলেন,সনাতন ধর্মাবলম্বীদের বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আমাদের এলাকায় যে কয়টি পূজামন্ডব রয়েছে সে সকল পুজা মন্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নির্বিঘ্ন করতে সহায়তার জন্য প্রস্তুত রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে। বাংলাদেশে সংখ্যলঘু বলতে কিছু নেই। সবাই এদেশের নাগরিক। সবাই আমরা একি আলো বাতাসে বসবাস করি। যারা ধর্মীয় বিভাজন তৈরি করে সংখ্যালঘু তকমা দিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চায় তাদের পরিচয় তারা দুষ্কৃতকারী। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে সবাইকে। ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আপনাদের পাশে সব সময় যে কোন পরিস্থিতিতে পাশে থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।